নিষাদ রাত
ওরা জেগে রয়
নতুন দিনের আলোর আশে
যুগান্তরের প্রহরী যত
ওরা গেয়েছিল গান সে রাতে
সিগার, ডিলান
লেনন, সুমন
হয়তোবা ছিল কারো কোলে কারো মাথা
ওরা যে বেঁধেছিল
মানবশৃঙ্খল
রাত বেড়ে চলে, চলে গান
ওরা জেগে রয়
তারপর শুধু কালো আর কালো
বিদ্যুৎচমকের মত
ফিরে ফিরে আসে গুটিকয় ফ্ল্যাশব্যাক
ছাত্রীর স্তন খামচে ধরা লোলুপ পুলিশি হাত
লাঠির হানা, চটি পরা পা
চুপ একদম হাপিস করে দেব
নতুন সকাল
সবর্ শরীরে তখনো শুকনো রক্ত লেগে
গ্লানি বেদনা সব ধুয়ে মুছে ফেলে
ওরা তবু উঠে দাঁড়ায়
ফের ধরে গান
ভয় পেয়েছেন, তিনি ভয় পেয়েছেন বটেই
এবার দোহাই দেবার পালা যে তাঁর
মাদক থেকে এল মাও,
এল হামার্দ থেকে হটপ্যান্ট
ওরা হেসে ওঠে, আরো স্ফুতর্িতে গায় গান
কসাইয়েরও বুক তবে কাঁপে
তবে ওরা আর সেই ওরা নেই
দশক ছাড়িয়ে শত, সহস্র, অযুত ওরা আজ
হাওয়ায় ভেসে যায়
ওদের বেসুরো সুর
দিক থেকে দিগান্তরে
আগুন তবে এখনো জ্বালানো যায়
এ প্রতিবাদী শহরে
ওদের গানের কন্ঠ রূদ্ধ হবেনা আর
চেয়েছিল শাসকের হাত
গলা টিপে সেই গান রুখতে
আজ তারা অবাক পৃথিবী
কী মন্ত্রে আজ লক্ষ মানুষ যেন
নেমে দাঁড়িয়েছে পথে
হোক কলরব
পাশে না থেকেও সাথে আছি যাদবপুর
No comments:
Post a Comment